স্বপ্নের তৈরি চার দেওয়ালে,
তোমার নামে ভরতি রক্তের দাগে॥


তার পরেও বেঁচে আছি,ক্ষত বিক্ষত অঙ্গ নিয়ে,
একাকী হেঁটেছি রক্ত ঝরা বর্ষনে॥


নিজেকে যতবার রেখেছি অন্ধকারে,
তত বার বিছানা ভিজেছে রক্ত ক্ষরণে॥


জলীয় বাষ্পের মতো উড়েছে প্রাণ বায়ু,
বেঁচে থাকার লড়াই চলছে দুরুদুরু।


তোমার কাছে যাওয়া জন্য যত বার বাড়িয়েছি পা,
ব্যথায় ভরতি হৃদয় নড়তে দেয় না।


সহ্য হচ্ছে না আর এই যন্ত্রনা,
তবু তোমায় ভুলতে পারছি না।


তাই পিছিয়ে যেতে চায় শতাব্দীতে,
ক্লান্ত পায়ে,হেঁটে হেঁটে প্রেম কে অমর করে॥