আকাশের মাঝে -
আমি খুঁজে  দেখেছি !

বৃষ্টি ঝরে পড়ে -
তা আবার মানুষের চোখ থেকে ।

সাগর মাঝে-
খুঁজে  দেখেছি
দুঃখের বন্যা বয়ে যায়
কত না মানুষের মনে ।

কালের প্রবর্তে -
আমি এসেছি আজ ভেসে
উজাড় করে দিয়েছি
নিজের বিলাসীতার মাঝে ।


যার অনেক আছে -
সব তো শেষে আবার শূন্য হাত ।

পথের মাঝে থমকে দাড়িয়ে-
আকাশে চেয়েছি
যা আবার-
প্রথম থেকে শুরু করার অভিপ্রায় ।

সারাটা জীবনের পথ চলায়
অলসতা ফের জড়িয়ে ধরবে আমায় ।।