যদি সব নদীর জল শুকিয়ে মরুতে মেশে
আকাশের সব তারা যদি খসে পড়ে
চৈত্রের প্রান্তরে যদি খরা আসে দাবানল ছড়াতে
পৃথিবীর সমস্ত বন জঙ্গল যদি ঢাকে কয়লার ছায়ে
তবুও তখন তোমার পাশে আমাকে পাবে।


তোমার একক গানের জলসায় শ্রোতা-হীন আসরে
জীবনের উত্তাল সমুদ্রে স্বপ্ন ভাসাতে
ব্যর্থতার বৃত্ত ভেঙে লক্ষ্যে পৌঁছাতে
সংসারের সকল বন্ধন থেকে মুক্তির ছাড়পত্র পেতে
তুমি আমাকে তোমার পাশে পাবে।


ভোরের বিশুদ্ধ বাতাস বুকে নিয়ে স্বপ্ন দেখতে
নির্মল সূর্যোদয়কে স্বাগত জানাতে
উড়ন্ত পাখির ডানায় তোমার স্বপ্নগুলোকে বেঁধে দিতে
মুক্ত আকাশের নিচে সবুজ ভালোবাসার প্রান্তর সাজাতে
বুকের ভেতর নীরব হাহাকারকে বিদায় জানেতে
তুমি আমাকে তোমার পাশে পাবে।


তোমার সকল দীনতা পূর্ণতা খুঁজে পেতে
আমার দু’বাহু মালা হয়ে তোমাকে জড়াবে
বিজয়ের গৌরব আকাশে ঝুলিয়ে দিতে
তোমার রাঙা ঠোটে গোলাপের পাপড়ি মেলাতে
তোমার অন্তরের অফুরন্ত বেদনা সহজে হারাতে
তুমি আমাকে তোমার পাশে পাবে।