চায় না বাঁচতে আমি এমনি একটি দেশে,
যেখানে গরীবের থাকতে হয়   দাস-দাসীর বেশে ।  যেখানে সব মানুষে মানুষে
বিভেদ ব্যতি নাহি কিছু আর,
থাকিতে হয় দাসী হয়ে বড় দালান গড়ার মতো আছে যার ।
যেখানে ধনীর অত্যাচারে ভারাক্রান্ত দাস দাসীর মন,
কষ্ট দিতে তবুও ধনীরা ভাবে না একটু ক্ষণ ।  স্বাধীন জীবনে সেথা চায়
চলতে থাকবে না যেথা
কারো বিষন্ন মন,
যেথায় ধনী গরীবের একতায়  স্বাধীন সবার জীবন ।