কখনো হয় না শেষ মানুষের চাওয়া,
ভুবনের মাঝে রবে যতদিন বাঁচিয়া । বাঁচিবার জন্য কিছু আছে স্বল্প যার
এতেই থাকে না তুষ্ট আখাঙ্খা আরো পাবার আছে যাদের জমিদারি বিশ্ব ভুবনের মাঝে চাওয়ার নেয়শেষ তাদের সকাল,দুপুর,সাঝেঁ ।  এই অতি পাবার আশায় মানুষের জীবন,
সৎ-অসৎ চিন্তা করে না জীবিকা করতে অর্জন ।