ছেলেবেলায় যখন বানিয়েছিলাম
কলাগাছের সেই ভেলা
বর্ষাকালের খালবিল হতে
তা দিয়ে তুলেছি শাপলা।
মায়ের হাতের রান্না করা
তাজা শাপলার তরকারি
সেই স্বাদ ছিলো কতোটা বেশি
ভুলতে যে নাহি পারি।
বিকালের দিকে শালুক পুড়িয়ে
বন্ধুদের সাথে খাওয়া
সেই আনন্দ আজও রয়েছে
স্মৃতির পাতায় ছাওয়া।
গাঁয়ের মেয়েরা গাঁথতো প্রতিদিন
শাপলা ফুলের মালা
সকলে আমরা একসাথে মিলে
তুলতে যেতাম শাপলা।