আমাদের মধ্যবিত্ত পরিবারে
নয়নমনি হলেন মা
শ্যামা সুন্দরী মা যেনো আমার
স্বর্গীয় এক প্রতিমা।
বাবার চাকরি থেকে হয়
স্বল্প আয়ের জোগার
সে আয় দিয়েই সল্পবিত্তের
আমাদের এই সংসার।
মায়ের দুচোখে ভরা শুধু
আমাদের নিয়ে স্বপ্ন
একদিন আমরা বড় হয়ে
হবো সমাজের রত্ন।
স্বল্প আয়ের সংসার হলেও
অটুট মায়ের আদর
আমাদের চাওয়া পুরন করেই
কেটে যায় তার প্রহর।
নিজে না খেয়েও আমাদের তিনি
যত্ন করে খাওয়ান
নিজে পুরানা পরেও আমাদের
নতুন কাপড় পরান।
আমরা খেলেই চাঁদমুখে তার
ফুটে উঠে যেনো হাসি
আমার রূপসী মাকে আমি
বড় বেশি ভালোবাসি।