কবিতা একটি দেশের সংস্কৃতির একটি বিরাট অংশ।কিন্তু আধুনিক কালে এই কবিতার মৌলিক ধারাটি কেমন যেন ফ্যাকাসে হয়ে যাচ্ছে।বাঙ্গালীরা এখন কবিতা পাঠ/লেখা থেকে দূরে সরে যাচ্ছে।তারা দিন দিন আধুনিক হচ্ছে আর নিজস্ব সংস্কৃতি থেকে দুরে সরে যাচ্ছে।যুক্ত হচ্ছে ভিনদেশি কালচারের সাথে।ভিনদেশি কালচারের সাথে যুক্ত হওয়া দোষের কিছুনয়,তবে সেটা হওয়া উচিত নিজেদের  কালচার ঠিক রেখে।মূল ছাড়া যেমন উদ্ভিদ বাঁচেনা,ঠিক তেমনি নিজের অস্তিত্ব ঠিক না থাকলে পরের ধনে পোদ্দারি বেশিদিন টিকেনা।তাই এখনি সময় আমাদের প্রজন্মকে তাদের শিকড়ের কাছে ফিরিয়ে আনার।প্রয়োজন যথাযথ পদক্ষেপ গ্রহন করা।অতীতে যে সাহিত্য প্রেমের কারনে  নজরুল ইসলাম,রবীন্দ্রনাথ, মাইকেল মধুসূদন, জসিম উদ্দিন প্রমূখ মনীষীদের আবির্ভাব হয়েছিলো;আবার তেমন মনীষী তৈরি হোক সেই কামনাই করি।সকল কবি ভাই-বন্ধুদের জন্য রইলো শুভ কামনা।