ছাদে উঠে দেখি ভোরে,
কার যেন শাড়ি ওড়ে
পশ্চিম দিকে।
ছাদে ওঠে দোলনায়,
একা বসে দোল খায়,
মহিলাটা কে?
দূর থেকেও বুঝতে পারি
ওটা বাসন্তী রঙের শাড়ি
উড়ছে যে ঐ।
তবে চিনতে পারার ভয়ে
সে পলকেতে হাওয়া হয়ে
গেল যেন কৈ?
ঐ বাড়িতে তো
একটাই শালা শুধু
তাহলে এ নব বঁধু
হতে পারে কার ?
বউ কয় কানে কানে,
তোমার শালার।