লোকটা দেখি ছেঁচড়া ভীষণ,
খেয়ে চোখের মাথা
পাওনা টাকা চাইতে গেলেই
উল্টো বকেন যা তা।
লাভ ও আসল সবই দেবেন
বলেন শপথ করে
একটি টাকাও শোধ করেননি
ধার নেওয়াটার পরে।
লাভ তো বহুত দূরের কথা
কেমনে আসল পাই
বহু আচার বিচার করেও তার
লাভ কোন হয় নাই।
টাকার চিন্তায় ঘুম আসে না
হারিয়ে ফেলি খেঁই,
ধার দিয়ে ভাই পর উপকার
করতে এখন নেই।
শুধু মাসের পরে মাস চলে যায়
বছরও যায় চলে,
করে নানান রকম টালবাহানা
"দিচ্ছি, দিব" বলে।
আর কোন বছরে দেবেন টাকা
জবানের নাই ঠিক
এমন মিথ্যাবাদীর মুখের 'পরে
কুত্তায় হিসু দিক ।
উনি হাজী পাড়ার হাজী সেলিম
পদবি লেখেন হক,
আলী বলে বংশ পরম্পরায় ওরা
ঠগের গোষ্ঠী ঠগ।