অংক বড়ই জটিল জিনিস
ধরে না তার মাথাতে,
‘পরের হিসাব করে কি লাভ’
লিখে অঙ্কের খাতাতে।
গুণ ভাগের নিয়ম যত
থাকে না তার মনে অত
মন যে কেবল থাকে মনুর
ফেসবুক আর খেলাতে,
সহজ সরল অঙ্কটাও তাই
পারে না সে মেলাতে।
মাসে কত খরচ বৃদ্ধি পেল
এ দুর্মূল্যের বাজারে,
সুদ শতকরা এগারো টাকা
কয় টাকা হয় হাজারে?
করতে বসে ওসব অঙ্ক
শুরু হয় তার জলাতঙ্ক
ধরাস ধরাস আওয়াজ নাকি
করে মনুর হার্টটাতে,
এ অজুহাতে ঘুমায় তখন
সন্ধ্যা যবে সাতটাতে।