শশুর বাসায় খাওয়া দাওয়া বউয়ের বাসায় ঘুম,
ঘুমের ঘোরে বউ ভেবে যে বালিশে দেই চুম।
          বউ তো থাকে অনেক দূরে
          ঢাকার বুকে শাহজানপুরে,
বেকার জামাই একলা কাটাই রাত্রি যে নিঝঝুম,
হঠাৎ বৃষ্টি ভেজা মিষ্টি রাতে নেইকো চোখে ঘুম।
"ধ্বংস করছি পরের অন্ন" শ্যালক হেসে কয়,
প্রতি দিনেই নানান কথা শুনতে যে মোর হয়।
         বসে বসে খাই যে হুদাই
          আত্ম সম্মান দিছি বিকাই
বেকার জামাই নাইতো কামাই পাহারা দেই রুম,
বাসার ভেতর একা একাই করি বাক-বাকুম।
ছেলেমেয়েদের কাছেও এখন আমি আবর্জনা,
কোন পাপে যে ভাগ্য আমায় করল প্রবঞ্চনা!
          শশুর বাড়ির চাকর বাকর
          তাদেরও বেশ আছে কদর
আমার নাইযে কোনই মূল্য,বেকার জামাই আমি,
এক্কালে তো আমিই ছিলাম জামাইয়ের মধ্যে দামি
এই বয়সে করব কি আর নেইতো উপায় কোনো
আমায় নিয়ে ছোটরাও আজ করছে তুলোধুনো ।
          সবাই মারে কথার খোঁটা
          মাও বলে, "মরুক কুষণ্ডটা"
মুখ বুঁজে সব হজম করি, আমি নিরুপায়—
কারণ ঐ বাড়িটা গড়েছি যে শশুরের জায়গায়!