গোধুলী বেলাতে দু'জনে হস্তযুগল ধরিয়া
সাগরের বিস্তীর্ণ জলরাশির মধ্যে
সূর্যটাকে রোজ ডুবিতে দেখা,
নাহি হয় এখন আগের মতন
ছিল যে ইহা মোর ভাগ্য লেখা।


যাতনাগুলো সহিতে না পারি
নিরবে শুধু দ্বীর্ঘশ্বাস ছাড়ি,
সুখগুলো মোর কাড়িয়া লইয়া
অন্য পুরুষে সপিলে তুমি
তোমারি প্রেম সকল,
বুঝিয়াছি আজ কেন তুমি সেদিন
আসি বলিয়া ছিন্ন করেছিলে,
প্রেম পরশে আকরে রাখা
দু,জনার দুটি হস্তযুগল।।


সেই থেকে আর হয় না দেখা,
গোধুলী বেলায় সূর্যটাকে
সাগরের বুকে ডুবতে থাকা।
সেদিন থেকেই নিঃশ্ব আমি
বলি নাকো কথা,হয়ে গেছি চুপ,
ছলনায় ভরা ভালবাসা তোমারি
গোধুলীবেলায় সাগরের জলে
সূর্যের ন্যায় রোজ দেয় ডুব।।