এসো তরবারির ছায়া তলে,
জীবিত থাকতেই পাবে জান্নাত-
হাদিসে রাসুল গিয়েছেন বলে,
শোষিত হলে আসো এই দলে।

আমাকে -আমাদিগকে ছুরি মেরেছে
দিয়ে যাচ্ছে পেটে লাথি,
সাম্রাজ্যবাদীরা কি পেয়েছে ,
রুখে দাঁড়াও বের করে তরবারি ।

ধনিক শ্রেণী করে যাবে শোষণ
শোষিতরা সইবে কি আজীবন?
বিহিত হবে যুদ্ধের মাধ্যমে
আল্লাহর সাহায্য গরীবের তরে।

প্রয়োজনের বেশি করিওনা সঞ্চয়
কোরান ত ইহাই কয়,
কেহ থাকবে অনাহারে, কেহ পেটপুরে
না ইহা হবার নয়।

সাম্য চাই, চাই না শ্রেণী - ভেদ
গরীবের টাকা মেরে করেছে যাহারা প্রাসাদ
তাদের বিরুদ্ধে দেখাও আছে যত মনের খেদ।
বিতাড়িত করো সমাজ হতে করে সম্পর্ক ছেদ।