মানুষ
-আসাদুর
.
অদৃশ্য যতো ধারণ করিতে পারি
দৃশ্যত রুপে আমাতে তা প্রকাশ করি,
সুর ধারন করেন উনি আমাতে
শিল্প হয়ে বের করেন দেহ হতে।
আমি আমি আমি চিৎকারে
খুঁজেছি ওনাকে, আমি লুকিয়ে আমাতে।
.
মানুষকে অবিশ্বাস নাহি করে যে জনে
হোক যদিও আতরাফ, কুর্নিশ তাকে।
মানুষ অপরাধী হলে
দূরে যেওনা তাকে ফেলে,
অপরাধী কেনো হলো
কারন টা জানতে নাহি চেস্টা করলে।
.
যতো খারাপই হোক, মানুষ তো
সন্মান করিলে হবে, ভালোতে পরিণত।
মানুষই আমার প্রকৃত সংগী
মাথায় মাখিবো মানুষেরই পদোধুলি,
সে যে স্রস্টার শ্রেষ্ঠ সৃষ্টি, বিশ্বাস করি।