আলসেমি আলসেমি লাগে
ফ্লাগুন মাসে,
মৃদু  শীতল বাতাসে
মিস্টি রোদে
শরীর টা ম্যাজমেজ করে।

যুগান্তর হতে যুগান্তরে
আগের নামে,
পরিবর্তন আসছে দিনে
আবহাওয়ার চরিত্রে
ফাল্গুনী তে ভালো লাগে।

রসনা তৃপ্তির ঢেউয়ে
যায় ভাসিয়ে,
কবিগণ ছন্দে মাতে
নিরপেক্ষ আবেগে
গাও আলসেমি লাগে ফাগুনে।।