ও দয়াল বন্ধুরে
মন যে আমার পাগলা ঘোড়া
কেমনে বেঁধে রাখি তায়।।
এদিক-সেদিক ছুটে বেড়ায়
তারে ধরে রাখাই দায়।


ডানে বললে বামে যায়
বামে বললে ডানে যায়,
তারে কেমনে লাগাম দেই
দয়া কর ও দয়াল সাঁই।


মানে নাকো বাঁধা
শোনে নাতো কথা,
আকাশ পানে ছুটে চলা
ডানাওয়ালা সে ঘোড়া।