তোমাকে ধন্যবাদ হে সূর্য্য
তুমি যখনই হয়েছো
পূব আকাশে উদিত,
তখনই নীলাকাশ সীমায়
হয়েছে লালে রঞ্জিত।


তোমাকে ধন্যবাদ হে সূর্য্য
তুমি উদিত হয়েছো বলে
প্রকৃতি পেয়েছে ব্যঞ্জনা,
আড়মোড় ভেঙ্গে উঠেছে হেসে
পেয়ে তোমারি রোদেলা।


তোমাকে ধন্যবাদ হে সূর্য্য
তুমি উদিত হয়েছো বলে
কেটে গেছে সকল অন্ধ,
সবাই যেন চক্ষু মেলে
বলছে তোমায় ধন্য।


তোমাকে ধন্যবাদ হে সূর্য্য
তুমি উদিত হয়েছো বলে
দূর হয়েছে কুটির ঝোল,
তোমায় পেয়ে নেমে আসে
যত বিহঙ্গের দল।


তোমাকে ধন্যবাদ হে সূর্য্য
তুমি উদিত হয়েছো বলে
ঘর ছেড়ে রাখাল সাজে,
দল বেঁধে যায় মাঠে
জীবন-জিবিকার খোঁজে।


তোমাকে ধন্যবাদ হে সূর্য্য
তুমি উদিত হয়েছো বলে
যায় মাঝি নদীর ঘাটে,
কৃষক-কিষানী টোপড় পড়ে
মুখ রাঙ্গিয়ে যায় মাঠে।


তোমাকে ধন্যবাদ হে সূর্য্য
তুমি যখন যাও হারিয়ে
পশ্চিম তটের আড়ালে,
ব্যস্ততা ঝেড়ে সবে মিলে
ফিরে আপন তালে।


তোমাকে ধন্যবাদ হে সূর্য্য
তুমি যখন যাও লুকিয়ে
সবাই মোরা অচেতন,
তুমি আবার আসবে ফিরে
ডাকবে যখন বিহঙ্গ।