আমার প্রেয়সী,
আকাশেতে মেঘ
গুড়িগুড়ি বৃষ্টি,
এমনই মধুর দিনে
তুমি বড়ই মিষ্টি।


এলোমেলো চুলে
বৃষ্টির জলে ভিজে,
তোমাকে নিয়ে ঘুরতে
মন নব সাজন সাজে।


ঘাস ফড়িং লাফিয়ে
গান গায় সবুজ মাঠে,
পিপিলিকা ছয় পায়
যায় খুঁজে পথে-ঘাটে।


মৌমাছি গুনগুনিয়ে
যায় মধু সঞ্চারিতে,
খুজে ফিরি তোমায়
আমি ঐ আকাশেতে।


কি যে বোকা আমি
খুঁজে ফিরি মিছেমিছি,
কোথায় তুমি-
আর কোথায় সে আকাশ
জেগে আছি রাত-নিশি।


তাই দেরি না করে
নেমে আসি ধরায়,
তোমাকে পাব বলে
খুঁজে ফিরি সেথায়।................