হে খােদা,
তাকে যদি আমি না পাই ধরায়,
আমার সবি যাবে তবে বৃথায়।
তবে কিভাবে তোমায় পাই বল,
আমায় তোমার কাছেই নিয়ে চল।


ওগো প্রিয়,
এজীবনে যদি না পাই তোমায়,
আখিরাতেও তুমি হবে না আমায়।
এমন নিষ্ঠুর তুমি কেনই বা হও,
তাহার মনে এই পাপীকে একটু ঠাই দাও।


কি রূপ তাহার মাঝে মনোহরণময়,
মনে হয় যেন আসলেই সে নয়-
তার রূপের মাঝেই দেখি আমি
তোমারি কর্ষণ,
তুমি যেন দিয়াছো
তাহার মাঝেই দর্শন!...................