সুখে-দুখে, কাজে-কর্মে
সবে মিলে দলে দলে,
কর ভাই আহার-নিদ্রা
গান গাও এক তালে।


আমাদেরি দেখ ভাই
এমন সুযোগ নাই,
জীবিকার সন্ধানে ঘুরে ঘুরে
দু:খ শুধুই পাই।


‘না ভাই, মাফ কর
আমার সাথে যাবে না আর,
স্বার্থপর মানুষ সকল
ভেঙ্গে দেয় সুখের ঘর।’.................