মানুষেরি গঠনে ভাই
মানুষ চেনা দায়,
এই মানুষতো সেই মানুষ নয়
আমার বিবেক কয়।


সব মানুষকে একই পাল্লায়
মাফছো কেন ভাই,
তুমি মানুষ তাই বলে কি
আমি মানুষ নই?


অবুঝ থেকো না বন্ধু
তোমায় বলি তাই শুন,
মানুষ হয়রে সেই জনাতে
যার শূণ্য কাম-পাপ মন!


এই ব্সুধারি চালক হয়ে
ছুটছে অবিরত,
তার আসাতে নিরাশ করে
শত পাপির ক্ষত।


সেই মানুষটি আসবে কবে
আমার দেশেতে ভাই,
মশাল হাতে আগুন জ্বেলে
তাহারেই খুঁজে যাই।