অাকাশ ভেঙ্গে বৃষ্টি নামে রাজপথে ফুটপাতে
ভিজে যায় সব অলি গলি অকালের বর্ষাতে
গোমড়া মুখের অকাশটা অাজ এমন ম্র‌িয়মান
চোত পরবের বাদন ছেড়ে অসময়ের গান।


উপুড় করে অাকাশ কলস রসের ধারা যত
ভুলাতে চায় দাবদাহের পুড়িয়ে দেয়া খত
মাঠ পুড়বে, ঘর পুড়বে, পুড়বে বস্তিঘর
দুঃখে কাঁদেন খোদ মীকাঈল  অশ্রু ভরভর।


হঠাৎ ঢলে ডুবছে ফসল ভাংছে হাওড়-বাঁধ
কোন পাখিরে ধরতে যে এই ঢল বৃষ্টির ফাঁদ!
পরিযায়ী তো  চলেই যাবে মরবে ঘুঘু টিয়ে
অকাল বৃষ্টি যা ফিরে তুই ভাঙ্গা অাকাশ নিয়ে।


অারশাদ ইমাম/০৫~০৪~২০১৭/বুধবার/২২ চৈত্র ১৪২৩
ডিএনসিসি/ঢাকা