১.


যা ভেবেছি তাই হয়েছে এবার সাতই মার্চ
একটি ভাষণ শুনতে পাইনি, বড়ই পরিতাপ
সারা শহর ঘুমিয়ে যেন দিনেও
খুব অচেনা লাগছে সবই চিনেও
পায়ের তলার কোমল মাটি যাচ্ছে দূরে সরে
এই দেশটা বদল হয়ে যাচ্ছে অচিনপুরে।


সংবাদে আর ফেসবুকে পাই মুক্তি চেতন কথা
স্বাধীনতার শব্দমালায় ঘামায় কিছু মাথা
অার যারা এই পথের ধারে বসে
দোকান খুলে দলীয় নিশান বেচে
তাদের দিয়েই বাংলা যদি এগিয়ে নেবে ভাবো
আমার মৃতদেহের পাশে তোমাকেও তো পাবো।


স্বাধীনতা, মুক্তিযুদ্ধ যাদের কাছে বোঝা
তাদের জন্য দিন আসছে হিসেবটা খুব সোজা।
আমার কথা তেতো লাগবে জানি
হয়তো তাতে হবেও অভিমানী
কিন্তু তোমার বুঝতে হবে লড়ছ কাদের নিয়ে
তোমায় তারা কেটে খাবে দেশে ডুবিয়ে দিয়ে।


২,


মিশুক মনির তারেক মাসুদ   মাটির ময়না মানুষ না
মানুষ হলে মরেই যেত       এরা তো আর মরবে না
ষোল সালের সাত মার্চে      খালিদ মাহমুদ মিঠু গেছে
আরো অনেক নতুন নাম      এই মিছিলে সামিল হচ্ছে
বছর ঘুরতে চলে গেল        গানের পাখি কালিকাপ্রসাদ
মানুষ বাঁচে নিজের মত       গুণীর বাঁচায় জীবনের স্বাদ


প্রয়োজনের মানুষগুলো        উপরওয়ালাও আশা করে
অাবর্জনা পড়ে থাকে           পৃথিবীর এই ধুলোর ঘরে
দেশ ভরেছে আলবদরের      ছানা-পোনা গুষ্ঠি জ্ঞাতি
প্রতিটি দিন ভরছে তারা       পৃথিবীটার বুকের ছাতি
তারা গেলে ভালো হতো      কিন্তু সেটা হচ্ছে না
উপরওয়ালাও ভালো চেনেন  আলবদরকে পছন্দ্‌ না।


দোহাই খোদা ও ভগবান      রুচির ঘুটি একটু নড়ান
দুনিয়াটাকে পচাচ্ছে যে        দয়া করে তাদের তাড়ান
যারা আছেন সৃষ্টি নিয়ে        সৃজন রঙ্গে বন্দনাতে
খোদার কীর্তি বয়ান করেন    আপন মনে, মন্দ না সে
তাদের রেখে সুন্দরী এই      পৃথিবীকে দিন না রেহাই
হে ভগবান সৎ পূজারীর       আরেক কপি কোথায় যে পাই!!


০৭ মার্চ ২০১৭/মঙ্গলবার/২৩ ফাল্গুন ১৪২৩/ঢাকা।


ঃঃঃঃঃঃ কালিকা প্রসাদের মৃত্যু, অথবা
              শাহ্‌ আবদুল করিমের ২য় মৃত্যু ঃঃঃঃঃ