১.


দেশ প্রেম? হায়!
এ কেমন প্রেম, বুঝি না তো ছাই আমি
দেশ মানে এক মাটির সীমানা
যেখানে কেবল তোমার বসবাস
সেখানে নেই আমার ঠিকানা
সেটাতে আবার কেমন অদ্ভূত আশ
এত কষ্ট, ঘাম রক্ত, প্রয়োজন কি খুঁজি না।


দেশ প্রেম? হায়!
কোথায় পাওয়া যায়, কতটা মূল্য তার
মুখে ‍মুখে শুনি কিছু লোক বলে
তাদের কথায় আস্থা পাই না কোন
কবে কারা যেন ঝরে পড়েছিল
চার যুগ আগে, মনে করো কেন?
শান্ত দীঘিতে ঢিল ছোঁড় কেন?


২.


এসেছে মার্চ, চলছে ফাগুন, রক্ত ঝরার কাল
যদিও দেখছি পাড়ায় পাড়ায় আরবী ক্ষুরের আল
মহল্লাতে খুব আয়োজন ওয়াজ নসিহত হবে
এদেশে নয়, দূর মরু দেশে কে যেন মরেছে কবে
সেসব শোনাতে পাড়াতে ঘরেতে মাইকে ‍শুনি মাতম
ঘরেতে রোগী, নাবালক শিশু বয়োবৃদ্ধকেও নির্যাতন


কে যেন কবে মরে গিয়েছিল পানির অভাব থেকে
কে বসেছিল কার বুকেতে খোলা তরবারী হাতে
কে যেন কেঁদেছিল স্রষ্টার নামে ক্ষমতার কানাপথে
সে সব শুনবে শিশু ও তরুণ অথবা যুবক সারারাতে।
মুনে কি হবে জানি না মোটেও, জানার আকাঙ্খা নাই
আমার হৃদয়ে ভাষার চেতনা, স্বাধীনতার গান গাই।


কিন্তু কিশোর তরুণ ছেলেটি জানে না ফেব্রুয়ারি
যে মাসে লড়েছে ভাষার জন্য ঢাকার পুরুষ ও নারী
তরুণ যুবক ছাত্র ও কৃষক শ্রমিক নেমেছে পথে
বাংলা ভাষার দাবীতে রক্তে ভেসেছে শহীদী স্রোতে।
সে সব জানে না বিদেশী মনের এসব বাংলাদেশি
তাদের হাতে দেশ পড়লে আমরা হবো সমুদ্র ভাসী।


এসেছে মার্চ, বাতাসে হুতাশ, দুর্গন্ধ ভাসে
হঠাৎ কে বা কারা শান্ত মগজে সীসা ঢালে
সুবোধ ছেলে ঘরের বাইরে আগুন ঢালছে বাসে
ভাংছে গাড়ী, ব্যাংক বীমা বা অফিস যা আছে কাছে।
কেন করছে চেতনার মাসে, কে করাচ্ছে নষ্টামী
তাদের ধরুন, আনুন জবাবে, রক্তে কেনা এদেশ দামী।


০৩ মার্চ ২০১৭/শুক্রবার/১৯ ফাল্গুন ১৪২৩/ঢাকা।