ঝিলের পাড়ে, নীলের ভীড়ে, জায়গাটাকে যায় না চেনা
বদলে গেছে অনেক কিছু জলের বর্ণ, পাওনা দেনা
আকাশটা সেই আগের মতোই উজ্জ্বল বা কুয়াশাময়
তার বয়সও বেড়ে অনেক পেয়েছে সেই ক্ষয়ের ভয়।


আমি গেলে সেও যাবে, ক’দিন আগে না হয় পরে
জমছে কালি আর কার্বন, অতি বেগুনী যাচ্ছে ভরে
আমার মতো তারও হাসি মুক্তো না হয় কাচের কুচি
ঝরে পড়তো কথায় কথায়, আড্ডাকালে রোজই খুঁজি।


এখন সেসব ধূসর পাতার বিবর্ণ সব লেখার আখর
নদীর জলের শেষ ঠিকানা, বুকে জমা গহীন সাগর
সেসব এখন আগের মতো ভাববো আমি কোন সাহসে
তবুও আকাশ নীল দেখলেই রাধাচূড়া উঠবে হেসে।


তবুও যদি উত্তুরে বায় পর্দাটাকে উড়িয়ে নিয়ে
দেখাতে চায় পলাশ শিমুল রক্ত রাগের রং ছড়িয়ে
শেষ বিকেল বা শেষ বসন্ত মানবে না তাই বিবর্ণতা
ঝিলের নীলের সাথেই হবে সবুজ জলের নতুন কথা।


৩০ জানুয়ারি ২০১৭/সোমবার/১৭ মাঘ ১৪২৩/ঢাকা।