বিশ্ব রোডের লেভেল ক্রসিং প্রতিদিনকার মতো
আপনার কাজে ব্যস্ত ভীষণ, বাদলও কর্মরত।
তার মাঝ দিয়ে কালো নেকাবের কোন শিশু আর মা
রেলপথ ধরে হাঁটতে থাকবে, কে জানতো বলো তা!
ঝিক ঝিক করে হুইসেল দিয়ে ছুটে আসে রেলগাড়ী
কিন্তু তাদের বিকার ছিল না, এমন অহল্যা নারী!
বাদল ছুটেছে তাকে সরাতে এবং সাথের শিশু
গতিপথ ছেড়ে মৃত্যু তখন নেয় বাদলের পিছু।
নারী ও শিশু দু’জনে বেঁচেছে কেবল বাদল নেই
ফিরে গেছে এক আযরাইলে বাদল সাথে নিয়েই।


বাদল ছুঁয়েছে কাওলার গৃহ, আষাঢ় ছুঁয়েছে মন
এ যুগেও কত বাদল যে আছে, এসেছে জানার ক্ষণ।
বাদলেরা আসে ছোট প্রাণ নিয়ে, বিশাল হৃদয় ভরা
রেখে যায় তারা, আর কিছু নয়, ভালবাসা দিয়ে গড়া।
তাদের যায় না আলাদা করা মানুষের মতো হয়
শুধু খুলে দেখো বুকের ডালনা, সেটা সৌরভময়,
আমাদের নাসা কটূ ঘ্রাণে ভরা শুনিনা সে সুঘ্রাণ
তবু আমাদের ভালবেসে তারা দিয়ে যাবে নিজ প্রাণ।


২৮ জানুয়ারি ২০১৭/শনিবার/১৫ মাঘ ১৪২২/ঢাকা।