অবাক পাঠের দেশ
ইংলীস ফর টুডেও দেখি, তাতেও ছাগল রেশ।


বই খুলেছি, পাঠ্যসূচি দেখে ভেতর যাবো
তার শুরুতে হাতি মামার চা’র স্টল পাবো
পাত্র হাতে লম্বা কানের ছাগল নেতা এসে
চায়ের নেশায় দাঁড়িয়ে আছে ঐরাবতের পাশে।
বইয়ের পাতায় সিংহ বাঘ নয় চরায় অজর পাল
দেখে মনে ইচ্ছে জাগে, তুলি পিঠের ছাল;
পাকিস্তানী ছাগল যাদের পরাণ ভরে আছে
সেই অজদের জায়গা দিল কারা বইয়ের হাটে!!
বল খেলবে, মাছ ধরবে, ভ্যান চালাবে অজ
বইয়ের পাতা আলো করে দাপিয়ে চলে আজও
বাঘ মামা বা গরু-ঘোড়া বেকার হয়ে গেছে
অজর হাতেই জাতির শিক্ষা শিকায় উঠে আছে
কে নামাবে কে বুঝাবে অজ নয়রে গাধা
ব্যাঘ্র-হরিণ-শেয়াল-ভালুক-বানর-হাতি বাঁধা
আবহমান কালের শিক্ষা বাঙ্গালীদের শেখা
অজ নয়রে পাকি পশু, চেনাও নদীর রেখা।
এই দেশটির যত্তো নদী যত জলের প্রাণি
সবাই আমার বন্ধু-জ্ঞাতি, প্রাণের টানাটানি
আমি তাদের ভালোবাসি হোক সে বনের পশু
মনের পশুই খাচ্ছে এ দেশ-শিক্ষা- সকল কিছু।


ভীরু ছাগল নয়রে, আমরা ব্রাঘ্র, বীরের জাতি
বুকের সাহস পুঁজি আমার, তাতেই আঁধার কাটি।


২৭ জানুয়ারি ২০১৭/শুক্রবার/১৪ মাঘ ১৪২৩/ঢাকা।