অবাক পাঠের দেশ
অনেক কষ্টে একটু এগোই
অমনি দু’ধাপ লাফিয়ে পিছোই
দু’ পা ভাঙ্গি মনের সুখে, স্বর্গীয় আবেশ
বৃত্তপথে ঘুরে ঘুরে পথের করি শেষ।
যাকে রেখে চলব বলে
পথে নামি সদলবলে
মধ্যপথে চেয়ে দেখি বদলে গেছে মুখ
রেখে আসা মুখেরা ফের আমার পিছু চলে
শুরু হয়েও হয় না শুরু, শেষ না হয়েও শেষ
শিক্ষা নামের অপশিক্ষার অবাক বাংলাদেশ।


**********বোনাস কবিতা***********


=====বেঁচে থাকার মানে======


কোন মানে হয় না বেঁচে থাকার
তবু বেঁচে থাকি বিপুল উৎসাহে
লড়াই করে চলি সবখানে ইচ্ছে মত
সংঘাত বাড়িয়ে চলি অবিরাম অবিরত;
              কখনো নেতার নামে,
              কখনো দেশের নামে,
              কখনো আদর্শের নামে,
              কখনো ধর্মের নামে...
আছে আরো কার্যকারণ, অনেক সমীকরণ।
              আছে ভুমি নিয়ে দন্দ্ব,
              আছে প্রভাব নিয়ে দন্দ্ব
              আছে ক্ষমতা নিয়ে লোভ
              আছে প্রতিশোধের ক্ষোভ
আছে সামান্য স্বার্থ নিয়ে প্রবল সংঘাত,
আছে নারীর অংশ নিয়ে মহা রক্তপাত;
যদিও বেঁচে আছি অদৃশ্যের অনুকম্পায়,
নশ্বর এ দেহ বেঁচে আছে প্রকৃতির কৃপায়।
                
সব কিছু জেনে ভুলে, ভুল পথে যাই চলে
সব কিছু দেখে শুনে, প্রমাদকে যাই গুণে।
              সব কিছু ভুলে যাই দিন রাত
              ভুলই যেন জীবনের ধারাপাত।
বেঁচে থাকায় আমাদের অবদান সামান্য
বেঁচে থাকা ক্ষণকালের, যদিও তা অনন্য।


২৬ জানুয়ারি ২০১৭/বৃহস্পতিবার/১৩ মাঘ ১৪২৩/ঢাকা।