ভাংবে ভবন হুড়মুড়িয়ে
মুখ থুবড়ে পড়বে মাথার উপর
মরবে শতেক আদম পোলা
মালিক সেটা বুঝবে না।


ব্যবসা যারা করছে তারা
টাকার নেশায় বুঁদ হয়ে যায় মাথা
ভাংলে মাথা কোথায় পাবে
কেন সেটা বুঝবে না।


শহরটা কি মুন্ডহীনের
হাতের মুঠোয় পুরিয়ে বসে অাছে!
মাথার সাথে পুঁজি যাবে, ওপার হাটে,
পুঁজি গেলে পুঁজি পাবে, জীবন গেলে না।


সময় আছে নতুন গড়ো
পুরান মাটির মায়াটাকে ছেড়ে।
নতুন ভবন নতুন করে নাও বানিয়ে
যত্ন করে। সময় গেলে সাধন হবে না।


১৭ জানুয়ারি ১৭/মঙ্গলবার/০৪ মাঘ ১৪২৩/ঢাকা।