সাইদের ফাঁসী হয় ছাই-দির হয় না
সাত খুনে ফাঁসী হয়, সাত শ’তে না না না।
সাথ খুন মাফ করে ব্রিটিশের বাচ্চা
আমরা ব্রিটিশ নই, পাকি-বাং সাচ্চা।


আমাদের লেজে আছে টিকটিকি যন্ত্র
যেইভাবে চাঁদে যায় পাকিস্ট্রং তো!
ছাই-দিরা হুরী যানে চাঁদ খানা ঘুরে আনে
ঘোরাঘুরি যাই করে স্পেসশীপ লাগে না।


সাইদেরে ধরেছিল কাঁচা টাকা গন্ধ
নয় ছাইদির চ্যালা, কপালটা মন্দ
শ্বশুরের মুখে তালা, এড়িয়েছে ডালপালা
মুখে মুখে বেড়ে গেলে, থামে মন্ত্রীর খেলা।


ছাই-দির ছেল্যা-পোল্যা, নেতা হয় উপজেলা
সাইদের নয় সেটা, ম্যালা হ্যাপা ঝামেলা।
ছাই দিয়া ধান ফলে, নোনা জল রঙ্গে
সাইদের চোখে জল নারায়ণগঞ্জে।

১৬ জানুয়ারি ২০১৬/সোমবার/৩ মাঘ ১৪২৩/ঢাকা।