আলো নিভে যায় মাঝ দুপুরে উঠোন জুড়ে ঝিঁঝি পোকার গান
ভুল হয়ে যায় পথ বিচারে দূষিত বাতাস বিষিয়ে তোলে প্রাণ
পাপ হয়ে যায় পূণ্যিগুলো হঠাৎ কোন দুষ্ট গ্রহের টানে
মেরুদন্ড সটান করে দাঁড়ার কালে কে কোন স্বার্থে তীব্র আঘাত হানে।


বুঝতে আমার সময় গেলে ঘুরে দাঁড়ার সুযোগ হবে না
নিজের হাতেই নিজেকে যে খুন করে যায় তার আর বাঁচার উপায় থাকে না।
বইয়ে ভ্রান্তি, উলোট-পালট, ভুল চিন্তা ছড়িয়ে গেলে পথে
আলোর প্রদীপ নিভে যাবে, জ্বলবে না আর, সারাদেহ ভরবে কুষ্ঠ ক্ষতে।


আমাকে তোর মারতে হবে, সেটা জানি, মারিস তবে আপন জনের হাতে
ভুলেই গেছিস আসল কথা আমার কবর জন্ম দেবে আলোর বৃক্ষ রাতে।


০১ মাঘ ১৪২৩/শনিবার/১৪ জানুয়ারি ২০১৭/ঢাকা।