তুষার ঝড়ে বদলে গেছে দিনের যত কাজ
কাজ নেই আজ ঘরের কোণে পোহাচ্ছি উত্তাপ।
আবার যখন খুব বিরক্তি জমছে বরফ দেখে
তুষার নিয়েই খেলছি এখন সুদূর পরবাসে।


এক পৃথিবীর এক পাশে কেউ ভিজছে শীতল জলে
আরেক পাশে জমছে মানুষ ফায়ার প্লেসকে ফেলে
সবুজ মাঠের সবুজ ঘাসে আস্থা ছুুঁড়ে ফেলে
ছুটে চলি সোনার হরিণ ঘরে বাঁধবো বলে।


হরিণটাকে পেয়েছি কি না খুঁজি না উত্তর
অনেক আয়েশ পুঁজি করে গড়ছি বসত ঘর
বসবাসের এ দেশ এটা নয়, কর্মক্ষেত্র গুরু
এক তুষারেই সকল হিসেব নতুন করে শুরু।


পরিযায়ী জীবন আমার ডানায় শীতের ভার
উত্তাপকে খুঁজতে হবে সুদূর সাগর পার
চোখে আমার তীক্ষ্ণ দৃষ্টি, হৃদয় রক্তে ভরা
তুষার ছেড়ে যেতেই হবে, খুঁজে বসুন্ধরা।


তুষার ঝেড়ে উষার ভোরে শ্যামল কোমল মাটি
জানি না আজ নেবে কি না দেবে কি না পাটি
তবুও স্বদেশ ডাকছে আমায় নতুন আশার পাশে
আয় ফিরে আয় নিজের দেশের ভালবাসার কাছে।


১৪ জানুয়ারি ২০১৭/শুক্রবার/৩০ পৌষ ১৪২৩/ঢাকা।