আজ তোমাকে বুঝতে হবে বই বলবে কাকে?
বই হলো এক শব্দমালা বাক্যে বাঁধা থাকে।
বাক্য পথে ঘুরবে তুমি সারা জগত ময়
এ পথ দিয়ে চলাতে নেই দুর্ঘটনার ভয়।
ঘুরবে ফিরবে দেখবে বুঝবে থাকবে না শংকা
মনের খাদ্যে মগজ বোঝাই নেই ঝড় ঝঞ্ঝা।
বাতাস পাবে, স্বপ্ন পাবে, ফুল পাখি মৌমাছি
ভালবাসা, জীবন দীক্ষা, কর্মযোগ বা খ্যাতি
বইয়ের পাতার ভাঁজে ভাঁজে লুকানো সৌরভ
বই হলো এক বিশ্ব কোষ বা ঐতিহ্য গৌরব।
বইয়ের মানে নিজের মনে নতুন বিশ্ব গড়া
এই বিশ্বের তুমিই শাসক, তোমার মতে ভরা
বই মানে এক মুক্ত জগত, বাধ না মানা নদী
বইয়ের ভিতর দিয়েই হৃদয় পাবে আপন গতি।


আজ তোমাকে বুঝতে হবে কিভাবে বই হয়?
কাগজ নিয়ে শব্দ চেপে ছাপানোই বই নয়।
পাতা খুললেই হঠাৎ যদি আলোর ঝলকা এসে
ধাঁধিয়ে দেয় হৃদয় ও চোখ, প্রবল ভালবেসে
বীভৎসতা, জিঘাংসা নয়, নয় গ্লানি নয় ক্লেদ
নয় হিংসা, ধর্ম বিভেদ, গায়ের রঙের ভেদ।
পাতা জুড়ে থাকবে ফুটে নতুন পথের দিশা
বই হতে চাই, মুক্ত বিশ্ব যেখানে নেই ভিসা।


বই নামের এই কাঠামোতে আছে এমন কিছু
বইয়ের নামেই ঘুরছে পথে নিচ্ছে তোমার পিছু
ফুলের সুবাস ভুলিয়ে দিয়ে নীলের আলোছায়া
ঘিরে ধরছে মগজ মনন, কাদায় ঢাকছে কায়া
না হয় দিচ্ছে তালিমনামা বই নামের সে পথে
কেমন করে বানায় বোমা, মারণাস্ত্র, কু মতে
কীভাবে হয় রক্ত বন্যা, জিহাদ খেলাফতে
কোন কেমিকেল নেশায় ডুবায় সমাজের অমতে।
বই আদলে এসব লেখা ছড়ায় এ সমাজে
এসব লেখা অক্ষরবৃত্ত  বইয়ের বেশে সাজে
আসলে তা নয় কোন বই, কারণ এতে নেই
তোমার আমার সামনে চলায় পথের কোন খেই।
গূহাগৃহে বাস করা এই বইয়ের লেখক চলে
গিরিপথের উৎরাই-এ মরণ হাতে ধরে।


এসব থেকেই নিজের আলোয় বই চিনে নাও তুমি
আছে যে সব ভুলে ভরা, বানানে দূর্মতি।
কোমলমতি শিশু কিংবা মাদরাসা ইশকুলে
ভুল প্রসঙ্গ ভুল মানুষে ভুল ভাবে দেয় তুলে।
নাও তুমি তা শুধরে তোমার নিজের জ্ঞানে গুণে
ভুলে হাতে যায় শাসন দন্ড ইতিহাস তা বলে।
সক্রেটিস বা গ্যালিলিও ঈসা মূসা সবাই
ভুল মানুষের দন্ডভোগী বই পাঠে তা পাই।
ভুল করেনি এমন মানুষ দুনিয়ায় কি আছে
ভুল করা নয় পাপ যদি তা ভুলই হয়ে যাকে।
কিন্তু যদি ইচ্ছকৃত ভুলের বিষম বোঝা
চাপায় মাথায় ভুল চিন্তার নপুংসক বা খোজা
তোমার নতুন সৃষ্টিকামী মনকে বাঁধা যাবে?
বই তোমাকে দেবে শক্তি যুদ্ধে পাশে পাবে।


বইয়ের ভিতর আটকে থেকে মুক্ত জীবন গড়ো
বই নামের সে লাইট হাউসে আসনটাকে গাড়ো
বই নামের যে ভুল মলাটে বাঁধা শব্দ ধাঁধা
মাথায় ভিতর ঠাঁই দিও না, দিলেই পড়বে বাঁধা।
অলীক অনেক ঘটনাকে ভ্রান্তিমুক্ত বলে
চালিয়ে দেবে তোমার মাথায় ভুলের কথাচ্ছলে
ভালোর ছলে কালোর বেসাত ভুলের মলাট খুলে
আর নিও না ভুল সময়ে বইয়ের মতোন হলে
সে সকল নয় বই পুস্তক প্রেত সাধনার বোর্ড
বই নাম ধরে আসলে মলাট জমাট বদ্ধ শোক।
অক্টোপাশের মতোন সে সব গিলবে বাস্তবতা
বই মানে তাই ভাষার ঘরে আলোয় ভরা মাথা।


০৬ জানুয়ারি ২০১৭//শুক্রবার//২৩ পৌষ ১৪২৩//ঢাকা।


(এনসিটিবির বই)