এতো শত কাজের মাঝে কুকাজও কম হচ্ছে না
বোমা হামলা, গণ ধর্ষণ, মানুষ হত্যা কমছে না
ঘর পুড়ছে, সয়-সম্বল, জনবসতি পুড়ে ছাই
এতগুলো অপকর্ম, নাটের গুরুর দেখা নাই।


পুরান বছর জ্বালিয়ে পুড়িয়ে দিয়ে গেছে উড়াল ছাই
নতুন বছর একই বাতাস বইয়ে গেছে, গন্ধ পাই
একই হাওয়া বইছে আজও উত্তর থেকে পূর্ব কোণে
অঘ্রাণ গেলো পৌষও এলো, মাঘের প্রহর দিন গোণে।


ধান উঠেছে কিষাণ-গোলায় বাজার দরও বেশ ভালো
পুকুরে মাছ ফলছে ভালো ঘরে ঘরেও জ্বলছে আলো
তবু যেন কী নেই কী নেই মনের ভিতর ডাকছে কু
সুখবর নেই শ্বাস-প্রশ্বাসে আগের মতোই বইছে লু।


তবুও বুক বাঁধতে হবে নতুন আশায় ভর করে
বুকের ভিতর যাক শুকিয়ে যাক না মনে ভয় ধরে
আসলে ভয় সবখানে নয়, স্থবিরতা ছুটছে না
সুখ অনুভব পুড়ছে খরায়, নতুন বাতাস বইছে না।


নতুন বছর নতুন আশায় পথ দেখাবে, সবাই চায়
পুরান নদীর দুষ্ট জলের মধুর দৃশ্যে মন পোড়ায়
আগামীকাল নতুন সকাল আনুক নতুন আলোর চমক
অনুভূতির ভীষণ খরায় প্রাণ অফুরান বৃষ্টি ঝরুক।


বদ্ধ চক্র (বন্ধ্যা সময়)//০২ জানুয়ারি ২০১৬//১৯ পৌষ ১৪২৩
শেরে বাংলা নগর, ঢাকা//অপরাহ্ন।।