আজ ভুলে গেছি নিজেকে আমি দিয়ে গেছি মাটি চাপা
যা ছিল স্বপ্ন প্রেম ভালবাসা অথবা বিভ্রমে ঠাসা
সব ছেড়ে ছুড়ে নিজ নাভীমূলে নতুন স্বপ্ন বুনে
নেমেছি আবার নতুন এক পথে নতুন ধনুক তূণে।
আমার এ যাত্রা অভিযাত্রা হয়ে কল্লোল ধ্বনি শোনে
প্রত্যাশা ভরা স্বপ্ন সাগরে বিপন্ন ঢেউ গোণে।


এখানে তোমার পদচারণা একদম বেমানান
এখানে কেবল দৌড় ঝাঁপ খেলা, এখানে শ্রমিক ঘাম।
দিনরাত চলে গাঁইতি হাতুড়ী, দমাদম মাটি কোপা
গোলাপ বকুল রজনী গন্ধা এখানে দেখায় বোবা,
বোবা মাটি জল অগণণ কথা বলে চলে ভরা শীতে
এখানে বৃষ্টি মল্লার সুরে গান গায় লহরীতে।


শ্রমিকের পেটা পেশল বাহুতে গেঁথে চলে নয়া রাগ
এখানে সূর্য্য-কুয়াশা হলেও থামেনা কখনও কাজ।
আমার এ জীবন অন্য রকম প্রেমে ভর ভর হয়ে
পূরণ করেছে সেই সবটুকু যাকে দিয়েছিলে ক্ষয়ে।
নতুন সরণী গড়তে চেয়েছি, নিয়েছি সেটার ঠিকে
কতটা পেরেছি সময়ের হাতে রয়েছে মাপার ফিতে।


আজকে আমার এই ভরা হাটে অপূর্ব চন্দ্র বানে
মরা জীবনেও নতুন আমেজে পূর্ণিমা ফিরে আনে
রাতে বেড়ে গেলে পাশের কামিনী সুবাস ছড়ায় আজো
জানিনা এখনো আগের মতোই তুমি কি বেহুদা সাজো!
এখনো কি তুমি অসমান প্রেমে অলীক স্বপ্নে ডুবে
পশ্চিমে দেখো আলোর উদয় ডোবা আলো দ্যাখো পূবে!


এখনো কি তুমি যুক্তির নামে প্রযুক্তির হাতে বাঁধা
নাকি এই কালে রাঁধো আর খাও মেনেছ সমাজ-বাধা!
এখনো কি নারী তোমার সামনে প্রতিবাদী হয়ে ভাসে
নাকি সে এখন মাথা ত্রিশ হাত স্কার্ফে নেকাবে ঢাকে!
এখন কি তুমি প্রিয় মুখ চেয়ে দ্বিধাহীন ভালোবাসা
বিলিয়ে চলেছ বেহিসাবী মনে ভুলে গেছ পিছু কথা!


যদি তা পারো খুশি হবো আমি, জীবনে যেখানে যা
মেনে নিয়ে চলা এ সমাজ চায় বাঁকা হলে আসে ঘা
এতসব ক্ষত বয়ে লাভ নেই, কী লাভ অন্ধকারে!
আলো দিয়ে ভরো জীবনের খাতা, ভরাও ছন্দে সুরে।
একমুখী এই জীবনের খাতা পাবেনা আবার ফিরে
যা কিছু ফেলেছ, সে সব অতীত, আসন্নকে রাখো ধরে।


পিছুটান ছেড়ে তুমি যেইভাবে সবুজ পিছনে ফেলে
আনন্দ ভরছ ঝুলিতে তোমার নতুন দিগন্তে মেলে।
তুষারে স্কি, মরুতে সাফারি অথবা ঘূর্ণী জলে
এখন তোমার বিলাসী জীবনে সার্ফিং যায় খেলে    
এখন তোমার পরিযায়ী কাল শীতে ছোট ব্যাংকক
উষ্ণ সকালে চলো দলে দলে এ্যান্টার্কটিকা ব্লক।


না হয় বর্ষা মনে পড়ে গেলে ছুটে আসো এই দেশে
জানালার কাচে বৃষ্টির ছাঁটে রংধুন খোঁজো শেষে,
না হয় শীতের শেষের সকালে দেশের আকাশে এসে
তোমার পাখার ঝাপটা লাগাও সর্ষে ক্ষেতের পাশে,
নাক সিটকাও পল্যুশান দেখে, কেমনে বাঁচছে এরা
পালিয়ে বাঁচছ শীতাতপ ঘরে, এটাই আমার ডেরা।


এসব তোমার রোজনামচা এইটুকু আমি জানি
আমার জানাতে কার যায় আসে, টেনে চলি নিজ ঘানি
কায়া হয়ে নয়, ছায়া হয়ে নয়, নয় স্মৃতি হয়ে মনে
দেখতে চাই না পুরাতন কোন ঘটনা রাত স্বপনে।
আমার জীবন আমারই মতোন যেমন তোমার লোভ
ঠিক পথই চিনে দিয়েছে প্রকৃতি, পৃথিবী সুশান্ত হোক।


আরশাদ ইমাম//মঙ্গলবার//২৭ ডিসেম্বর ২০১৬//১৩ পৌষ//ঢাকা।