কবিতা কখনো কখনো কেবলই শ্লোগান ধর্মী হয়ে ওঠে। যা বলার কথা সহজ সরল বাক্যে প্রকাশিত হয়ে পড়ে সব। কবিতার রাখ ঢাক থাকে না। কিন্তু কেন?


কারণ কবিতা সময়ের দৌড়কে সাবললি রাখতে, সচল রাখতে, কিন্তু প্রয়োজনের কথাগুলোকে কষ্ট ছাড়াই বুঝতে সহায়তা করার শর্ত হিসেবে শ্লোগান ধর্মী হয়ে ওঠে।