তুমি বিস্মৃতির কালো চাদরে
সেই কবে ঢেকে দিয়েছো মনের চোরাগলি,
আর আমি কোন কোন প্রাণান্ত জোছনার
কোরক খোলা রাতে- তোমাকে
অনুসন্ধান করি। যেন তুমি নও,
নিজেকেই খুঁজি আমি, নিজের পদচিহ্ন অনুভব করি
ভুলে যাওয়া পদরেখা ধরে।
তুমি প্রবল প্রার্থিত আলিঙ্গনকে
সেই কবে চুরমার করে এগিয়ে গেছো
নিরাভরণ স্নিগ্ধতার ভিতরে, একাকী-
কী প্রবল, তীব্র, অথচ নিস্তব্ধতাকে অটুট রেখে।
অথচ, দ্যাখো, এই আমি ক্লান্ত বিধ্বস্ত পথিক,
আজো পথে পথে ঘুরছি, তীক্ষ্ণ, অতঃপর
ক্ষীণ হয়ে আসা, দৃষ্টিটাকে জ্বালিয়ে রাখছি
তোমার অপার্থিব আগমনের কাল্পনিক
পদশব্দের অশ্রুত অভিঘাতে।
এস, এম, আরশাদ ইমাম//১৯-০৪-২০১৫//৬ জৈষ্ঠ্য, ১৪২২//ঢাকার জীবন