কিভা‌বে বদ‌লে যায় দুঃখগু‌লো এবং অানন্দগু‌লো
বদ‌লে যায় স্বপ্ন, সম্ভাবনা ও অ‌ভিগ্গ্ঞতা;
ভালবাসা হাঁস হ‌য়ে সাঁত‌রে চ‌লে অন্য কূ‌লে
অনু‌যোগ অাব্দার অ‌ভিমান হয় হাও‌রের বানভা‌সি
শরী‌রের প্র‌তি‌টি রোমকূ‌পে, স্নায়ু সং‌বেদী কো‌ষে;
‌কে যেন লাল ক‌রে‌ দেয় গাল প্রচন্ড চড় ক‌ষে।


সম‌য়ের খর‌স্রোত ভা‌সি‌য়ে নেয় ঘর দোর মনস্থালী
আশার শবযাত্রা দে‌খি চেনা অ‌চেনা কাঁ‌ধের উপর
অা‌মি ক্রমশঃ অন্তর্মু‌খি, কে‌ন্নোর মত গু‌টি‌য়ে চ‌লি
অচল অা‌স্তিন, নি‌জে‌কে দ্বৈত সত্তায় পে‌য়ে প্রমাদ গু‌নি।


ধ‌ী‌রে ধী‌রে সব দূ‌রে স‌রে যায়, ফি‌রে চ‌লি গর্ভথলী‌তে
একা--প্রবল নিঃসঙ্গ, নিস্তরঙ্গ হ‌য়ে অা‌সে হাত-পা
‌বিরাণ প্রান্ত‌রে একলা কা‌ফেলা।
সময় এখন খল‌সে মাছ, অা‌মি অানা‌ড়ি জে‌লে
সারারাত শিকা‌রের ধ্যানমগ্নতা, শূন্য ঝু‌ড়ি‌তে ফেরা
‌বিফল প্রত্যুষ।