এ র‌া‌তের বর্ষণ ম‌নে গেঁ‌থে‌ গে‌ছে
‌বৈশাখী বন্যায় সব যে ভে‌সে‌ছে
‌ফে‌লে অাসা অা‌ঙ্গিনায় জল থৈ থৈ
‌স্রো‌তে ভে‌সে যা‌বে অাজ স্মৃ‌তির বাবুই।
এ উঠা‌নে ভি‌জে‌ছিল পায়রা যুগল
তারা অাজ উ‌ড়ে গে‌ছে হত বিহ্ববল
স‌ফেদ হঠাৎ অা‌লো স্মৃ‌তির ম‌তোন
সযত‌নে অা‌লো‌কিত ক‌রে অঙ্গন।
‌শেষ দেখা ব‌লে এক কথা অা‌‌ছে ম‌নে
এরপর বর্ষণ পাবে না যে জে‌নে
কান্নায় ভাসছে সে অাজ রাতভর
ভারী জলধারা নিয়ে ভেজা অম্বর।
কং‌ক্রি‌টে ঢে‌কে যা‌বে খোলা ময়দান
বুক চিরে হয়তো দাঁড়াবে দালান
মুছে যাবে ফেলে অাসা সব কথকতা
মহাকালে মিশে যাবে বৃষ্টি বারতা।


অারশাদ ইমাম/বিরামপুর/দিনাজপুর
২২-০৪-২০১৭