বয়স আমার আশি
মুখ ভ’রে তাই হাসি
ঝকঝকে দাঁত
উজল প্রভাত
দেখতে ভালো বাসি।


কিন্তু কেমন করে
আকাশ টাকে ভ’রে
রোদের প্লাবন
ছাপিয়ে আষাঢ়
নামল আমার ঘরে।


মুখ ভরা সে হাসি
ছিল জীবন ভরে
এক নিমেষে
যাচ্ছে মুছে
দেখাই কেমন করে!


হাসি মুখেই তাই
কান্নাকে লুকাই
হতাশ চোখের
ভাষার জোরে
বুঝাই মিডিয়ারে।


একটা বাড়ি ছিল
সেটাই চলে গেল
এই বয়সে
ফ্লাটে বসে
বাঁচবো কেমন করে?


সিগন্যালটা বুঝি
বৌদি এবং বু’জি
যাবার সময়
ঘনিয়ে এলো
বিদায় দাও এবারে।