সে চ‌লেই  যা‌বে বিবর্ণ ধূসর লো‌কে
অ‌নেকটা যেন নিয়‌তির অঙ্গুলী হেলন
তবু ভিত‌রে অামার নি‌বিড় প্র‌ণোদনা
বাঁচা‌তে হ‌বে তা‌কে, প্র‌য়োজ‌নে সময় ক্ষেপণ।


এক শিশু তার শৈ‌শবের ভালবাসার অাঙু‌লে
যে অা‌রেক শিশুর গোড়াপত্তন ক‌রে‌ছিল
বয়‌সের কর্কশ কুঠা‌রে কিভা‌বে তারই মত
এক বয়সীর মূ‌লোৎপাটন কর‌বে?


‌নিয়‌তির কা‌ছে মিন‌তি ক‌রে যাই
সব কিছু নিজ হা‌তে ধ্বংস ক‌রে‌ছি
ছারখার ক‌রে‌ছি সাজা‌নো উঠোন
নতু‌নের অাবাহ‌নের জন্য গ‌ণি‌তের হি‌সে‌বে;
গ‌ণি‌তের নি‌র্মোহতার ভিত‌রেও এখন
খুঁ‌জে ফির‌ছি হাওয়াময় শাখারা‌জি
‌চিরল পাতার স্মনন অনুরণন,
মরণোন্মুখ জীবনের জন্য নতুন বাতায়ন।


‌নি‌র্মোহ নি‌র্লোভ চাওয়ার দেহজু‌ড়ে
মাখামা‌খি ক‌রে অা‌ছে ঐকা‌ন্তিক প্রেম
‌প্রয়োজ‌নের নিষ্ঠুরতার বাই‌রে জ্বল‌তে থাকা
দ‌ুর্বল অাশার এক ভরা পূ‌র্ণিমার স্নিগ্ধ ঔজ্জ্বলতা।


অারশাদ ইমাম//১ মে ২০১৭//‌সোমবার
‌‌তি‌লোত্তমা//‌বিরামপুর; দিনাজপুর।।