ওরে সমই একটু থাম!
কিসের এতো ব্যস্ততা কিসের এতো ছোটা ছুটি?
কি হবে বেড়ে উথে কি লাভ বল শুনি?
এইতো বেশ ভালই আছি সুখের সম্মুখে আসার প্রদীপ জালি।
সোনালি দিন গুলি হারিএ যাওয়া কি নিতান্ত খুবি জরুরী?


ওরে সমই একটু থাম!
তুই বলিস তর পরিবর্তন খুব ই প্রয়োজন!
কারন তা কি এক্তু তো বল ?
আমি জানি কন প্রয়োজন নাই!
আসলে তুই খুবি অভিমানী।


ওরে সমই একটু থাম!
তুই সরবো সক্তিমান।
বিরতির দিকে কেন এতো অগ্রসর!
সমাপ্তি তে কি সর্ব সুখ তোর?


একটু থাম তুই একটু থাম।