তুমি যখন চোখ দুটো বুজো, দেখবে সেখানেই আমি
আমি আছি, স্বপ্ন হয়ে।
তুমি যখন বৃষ্টিতে ভিজো, সেখানেই আমি
আমি আছি, বৃষ্টির প্রতিটি ফোঁটায়।
তুমি যখন প্রখর রোদে পুড়ো, সেখানেই আমি
আমি আসবো ছায়া হয়ে।
তুমি যখন পথ চলতে চলতে ক্লান্ত হয়ে যাবে, দেখবে সেখানেই আমি
আমি আসবো প্রশান্তি হয়ে।
তুমি যখন বিশাল আকাশ দেখ, সেখানেই আমি
আমি আছি মেঘ হয়ে।
তুমি যখন গোধূলীর বিকেলকে দেখ, সেখানেই আমি
আমি আছি লাল আভা হয়ে।
তুমি যখন দুঃখের মাঝে কাঁদো, দেখবে সেখানেই আমি
আমি আসবো এক চিলতে সুখ নিয়ে।
তুমি যখন ঘুম ভাঙা মাঝ রাতে একা, খুঁজে দেখো
আমি আছি তোমারই পাশে।
তুমি বাতাসের মাঝে কান পেতে দেখো, আমি আছি
তোমার প্রিয় গানটির সুর হয়ে।
তুমি সমুদ্রের দিকে চোখ মেলে দেখো, আমি আছি
তরঙ্গে মাঝে।
তুমি ঐ রাতের আঁধারে চোখ মেলে দেখো,
দেখবে আমি আছি, শত তারার মাঝে।
আমি আছি,
তোমার প্রতিটি অনুভবে, তোমার প্রতিটি স্পন্দনে।
খুঁজে দেখ, আমি আছিই তোমার পাশে।


রচনাকাল : ০৬/০৩/২০০৬ ইং