সে ছিল নিস্তব্দ...
সে ছিল লাজুক...
কোনদিন সাহস করে কথা বলতে যায়নি সে। যদি তার দেখা পাওয়া টাও বন্দ হয়ে যায়!! চুপটি করে সেই কোনার বেঞ্চ-এ অপেক্ষা করতো তার। মাঝে মাঝে চোখ তুলে তাকিয়ে দেখতো সে এসেছে কিনা। দিনের পর দিন কেটে গেছে এভাবেই।
তার পর মাধ্যমিক শেষ, আর সাথে পড়ার ব্যাচটাও।
নতুন কলেজ! নতুন মুখ!
কিন্তু তার খোঁজ প্রতিনিয়ত চলে গেছে। ধীরে ধীরে সবটাই মিশে গিয়েছিল তার দৈনন্দিন জীবনযাপন এর মাঝে।
জলপাইগুড়ি গিয়ে যখন শান্তিপাড়ায় আড্ডা মারতো সে, একবার হলেও চোখ যেতো সেই পুরোনো অন্ধকার রাস্তাটির দিকে। পুরনো মুখটির দেখা যদি আবার পাওয়া যায়!!!!!
রাস্তা দিয়ে স্কুটার গুলি গেলে ঘার ঘুরে ঘুরে তাকানো টা তার স্বভাবে পরিণত হয়েছিলো।
April 19,2017.. সবশেষে দিনটা সর্বদা মনে থাকবে।
না বলতে পারা কথা গুলি আজ জানা তার। ভাগ্য আজ সেই কথা গুলিকে শব্দছায়া হয়ে মিশে যেতে দিলনা। ৮ বছর আগে হওয়া ঘটনা গুলি সব শেষে সমাপ্তি পেলো।
তার মধ্যে দিয়েই।
তার স্মৃতি দিয়েই।।