তোমার বিষাদে ভরা উঁচু অট্টালিকার চেয়ে
আমার খড় কুটোয় গড়া নিবিড় নিবাস অনেক ভালো।
সেখানে নেই কোন না পাওয়ার আক্ষেপ যা আছে সব প্রতীক্ষা!
তুমি শক্ত দেওয়ালে বিষাক্ত ঘ্রাণে নিজেকে আবদ্ধ দুয়ারে রেখেছ
অপ্রবেশ্য মনে অনুভূতিশূন্য দেহ লুকিয়ে রেখেছ নিদারুণ নিরূপায়ে
যা তোমাকে প্রতিনিয়ত কষ্টের নির্মম ললিত শিখায় ধিরে ধিরে পোড়াবে!