দিন হলে দেখা মিলেনা
রাত হলে সে সঙ্গ চায়
সঙ্গ দিলে নষ্ট হবে
যতনে গড়া সোনার ভার
ঝিঝি পোকার মতোই তুমি
দিন আলোয় শূন্য ঠাঁয়
সন্ধা হলেই নামবে মাঠে
গং ছড়াবে আলো তার
দুষ্ট কথায় মন ভুলাবে
দুষ্টমী-টাই স্বভাব তার
একটু ভিরেই গা লোকাবে
বুঝতে গেলেই সময় পার
একটু আগে আমার ছিল
পরে দেখি স্বপনদার
বহুরুপী পাখি তুমি
বদল করেই সময় পার
শূন্য খাঁচা রইল আমার
পোষী না তো পাখি আর
হঠাৎ করে উড়লে একা
এ ব্যাথা যে ভিষণ ভার।