হারিয়েই তো গেছে সে হারানোর দলে...
তোমাকে আর খুঁজি না আমি ফিরে পাবো বলে
একদিন তোমার খুঁজে তীব্র রোদে ছাতা হীন পথে অসয্য যন্ত্রনায় কালান্ত পথিক সেজে শিমুলে গাছে গা ঘেঁষে বসে কত দুঃখেই না কেঁদেছি তবুও পায়নি
আর হয়নি দেখা আর যা ভেবেছি হয়েছে সব বিপরীত কল্পনা
তোমাকে পেতে হলে যদি গভীর সমুদ্রে ডিঙি বেয়ে পাড়ি দিতে হতো তবু ও দুঃখ ছিল না
এ পথ যেনো পথেই থেকে যায় আর শেষ হয় না তবে শেষ হবে যখন থাকবে না আর তোমাকে পাওয়ার তীব্র আর্তনাদ তখন আমি আর থাকব না তবুও তোমাকে আর পাওয়া হলো না এ যেন ও আমার শেষ নিঃশ্বাসের দীর্ঘ শ্বাস
বিনিদ্রায় কাটিয়েছি কত নিশি ঘুম
নেই যেনো চোখের পাতায়
শুনেছি সেদিন নাকি চাঁদনী রাত ছিল তবুও হয়নি দেখা জানালা খুলিয়া মনে প্রচুর আহ্মেপ ছিল তোমাকে না পাওয়ার কিসের চাঁদ আর কিসের পূর্ণিমা রাত নিজেই ডুবে গেছি আমাবশায়
তোমাকে পাওয়ার তীব্র লোভে সব কিছু হাড়িয়ে নিঃশ্ব পথে আজ একা হেঁটে যায় কেউ পাশে নেই যা আছে সব তিক্ত বেদনার ভার
হাজার বছরেও যদি না পাওয়া হয় তবে তুমি বিষাদেই থাকো যোগ দিয়েছি আমি বিচ্ছেদের দলে জন্ম নিয়েছে এক সুখ অনুভুতি তবে সুখ না হলেও যেনো দুঃখ ধীরগতি
তবু ও আর তোমাকে পাওয়ার হলো না!