তোমার নাকেরও নোলক ফোঁটিতো পুষ্প মালায়
যেদিন প্রথম দেখেছি তোমায় কিঞ্চিৎ বাহানায়
তোমার শাড়ির ও আঁচল পরিলো যেন হালকা বাঁধনে খুলিও চুল শাড়ি ধরিবে নাকি বাঁধিবে চুল বেশ হুলস্থুল আমি বলি বেধ নাকো চুল আঁচলের কোনায় বেঁধে রাখ সদ্য ফোঁটা বকুল
হালকা গোলাপি রঙের কিনে দেওয়া শাড়ি ফাল্গুনে ঘাটে এসো তড়িঘড়ি তবু নাহি করো আড়ি
মায়ায় জড়ানো মুখ চোখে কাজলের কালি
রঙিন রাঙানো ঠোঁট যেনো ক্যামেলিয়া কলি
যেনো এক অধরা নগরীতে শৈল্পিক পরী