কি ঋণ শোধাব তোমার
হিসাবের খাতা অনেক বড়
পৃষ্টা খুলে দেখি জায়গা নেই আর।
কোথায় লিখিব গুণফল শতকরা হার
আমি এক অভাগা ঋণী তোমার কাছে!
যদি সুখ ঋণ নিতাম তাহলে শোধাতাম
তুমি দিয়েছ এক নিদারুণ দুঃখের পাহাড়
যা বুকে চাপা আমার মাঝখানে আমি
পিঠের নিচে খন্ড খন্ড পাথরের নুড়ি কি ধার!
আমি চাইনা তুমি দুঃখি হও আমার মতো
তাই ঋণগ্রহী হয়েই বেঁচে থাকি শোধাইনি আর!